Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়, শিবচর, মাদারীপুর কর্তৃক ২০২২-২০২৩ অর্থ বছর পর্যন্ত ১৬০৩১ জন বয়স্ক ভাতাভোগী, ৫৫২৯ জন বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ৫১৬০ জন প্রতিবন্ধী ভাতাভোগী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ১৩১ জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ২০ জন, হিজড়া ভাতা ১ জন, ৬৫জন প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিসহ সর্বমোট ২৬৯৩৭ জন ভাতাভোগী’র বিকাশ নাম্বারে সকল ভাতার অর্থ প্রেরণ করা হচ্ছে। এতে ভাতাভোগীরা ঘরে বসেই ভাতার অর্থ পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে উপজেলা সমাজসেবা কার্যালয়, শিবচর, মাদারীপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।